করোনার সময় ঘরে বসে থাকবো কেনো এবং কি করা উচিত এখন?

আসেন করোনা নিয়ে একটু চিন্তা ভাবনা পরিবর্তিত করি।
বাংলাদেশে করোনা কেনো আসলো? কিছু সংখ্যক করোনায় আক্রান্ত প্রবাসি দেশে এসেছে। তারা তাদের আত্মীয়দের সাথে সাক্ষাতের মাধ্যমে আত্মীয়দের মধ্যেও করোনা ছড়িয়ে দিচ্ছে। এইটুকুই শেষ?
-
তারা যে গাড়িতে বাসায় এসেছে, যে দোকান থেকে কেনা কাটা করেছে, যে ভিক্ষুককে সাহায্য করেছে, এরকম অনেক জনের সাথে সাক্ষাত হয়ে গেছে তার। ঐ সকল ড্রাইভার, দোকানদাররা নিজের অজান্তেই আক্রান্ত হয়ে গেছে। তারা তাদের পরিবারের মধ্যে ছড়াচ্ছে এই ভাইরাস।
-
যারা বিদেশ থেকে দেশে এসেছে তাদের তো পরিবারসহ বাছাই করে নেওয়া সরকারের কাছে সহজ হচ্ছে। কিন্তু ঐ সকল লোকদের কিভাবে বাছাই করবে? কিভাবে খুজে বের করবে?
-
এইজন্য সরকারি আদেশ অনুযায়ী ঘরে অবস্থান করুন। নিজে বাচার চেষ্টা করুন, দেশকে বাচান।
-
এতদিন ঘরে কি করবেন?
পরিবারকে সময় দেন। বাবা-মা-স্ত্রী-ছেলে-মেয়েকে সময় দেন। বই পড়েন। অনলাইনে কোনো কোর্স করেন। সময়ের অজুহাত দিয়ে ধর্মীয় যেসব বই পড়তে চাইতেন না এখন পড়েন। কোনো বিষয়ে রিসার্স করেন।

No comments

Powered by Blogger.